Shatadol Club

Shatadol Club Mobile Application

Category : Social Networking
Yayınlanma Tarihi: 30.11.2019


Description

নগরীর জামালখান লেইনস্থ আসকার দিঘীর দক্ষিন পশ্চিম কর্ণারে অবস্থিত অরাজনৈতিক সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘শতদল ক্লাব’ ১৯৬৫ সনে প্রতিষ্ঠা হয়। ১৯৬৫ সনের আগে অর্থাৎ ১৯৬০ সনের দিকে বর্তমান শতদল ক্লাবের জায়গাটি ছিলো ব্যাক্তি মালিকানাধীন ঝোপ জংগলে ভরা একটি পতিত জায়গা।এই জায়গার মালিক ছিলেন কবি নবীন সেনের পুত্র অশোক বাবু। এলাকায় কোনো খেলার মাঠ না থাকায় এলাকার ছেলেরা তখন খেলাধুলার জন্য কাজীর দেউড়িস্থ আউটার স্টেডিয়ামের মাঠে যেত। পরবর্তীতে ১৯৬২ সনের দিকে এলাকায় একটি খেলার মাঠের প্রয়োজনীয়তা অনুভব করে এলাকার মুরব্বীগণ অশোক বাবু কে উক্ত ঝোপ জংগলে ভরা স্থানটিকে একটি খেলার মাঠে পরিণত করার প্রস্তাব দেন।সকলের প্রস্তাবে রাজি হয়ে অশোক বাবু উক্ত স্থানটিতে একটি ক্লাব ও কবি গুনাকর পাঠাগার নির্মানের প্রস্তাব দেন। মুরব্বীগন উনার প্রস্তাবে রাজি হয়ে পরিত্যক্ত স্থানটীতে জংগল পরিষ্কার সহ মাটি দিয়ে গর্ত ভরাট করে একটি মাঠে রুপান্তর করে এবং প্রাথমিক ভাবে একটি বেড়ার ঘর তৈরি করে। এমন সময় এলাকার আমিনুল ইসলাম সাহেবের একমাত্র পুত্র আহসান হাবীব (সবুজ) মাত্র ৭/৮ বছর বয়সে একটি দূর্ঘটনায় মারা যায় জনাব আমিনুল ইসলাম উনার একমাত্র পুত্র সন্তানের স্মরণে উক্ত মাঠটিকে সবুজ পার্ক নামে নামকরনের প্রস্তাব দেন। বিনিময়ে তিনি চারদিকে দেওয়াল নির্মান করে দেন এবং বিভিন্ন খেলাধুলার সরঞ্জামাদি কিনে দেওয়ার মাধ্যমে এলাকার ছেলেদের খেলার ব্যবস্থা করে দেন। ১৯৬৫ সনের দিকে এলাকার যুবকরা মিলে শতদল ক্লাব নামে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট, ফুটবল ও অন্যান্য খেলায় অংশগ্রহন করলে শতদল ক্লাব নামটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যপক খ্যাতি লাভ করে। পরবর্তীতে উক্ত মাঠটি সমাজসেবা অধিদপ্তর এর অধীনে শতদল ক্লাব নামে রেজিস্ট্রেশন করা হয়। যাহার রেজিঃ নং-১১২২/৬৫। ১৯৭১ পরবর্তী সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শতদল ক্লাবের অনেক খেলোয়ার অংশগ্রহন করে। চট্টগ্রামের সাংস্কৃতিক অংগনেও শতদল ক্লাবের ভূমিকা অনস্বীকার্য। বিভিন্ন দূর্যোগ সময়ে শতদল ক্লাবের সদস্যগণ মানুষকে আর্থিক ও কায়িক শ্রম দিয়ে সাহায্য করেন। বর্তমানেও সিটি কর্পোরেশন ও নিষ্কৃতি এর মাধ্যমে শতদল ক্লাবে এলাকাবাসী চিকিৎসা সেবা নিচ্ছে। প্রতিবছর জাতীয় দিবস সমূহে আলোচনা সভা, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করে। ভাষা সৈনিকদের স্মরণে প্রতি বছর প্রভাত ফেরিতে শহিদ মিনারে ফুল দিয়ে স্মরন করে।বর্তমানে শতদল ক্লাবের দুটি ফুটবল টিম শতদল ক্লাব ও শতদল ক্লাব জুনিয়র এবং দুটি ক্রিকেট টিম শতদল ক্লাব ও শতদল ক্লাব জুনিয়র চট্টগ্রাম প্রিমিয়ার লীগে খেলছে। উল্লেখ্য যে শতদল ক্লাবের সদস্য চট্টগ্রাম বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর এবং জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ হিসেবে সাহাবুউদ্দীন মোহাম্মদ জাহাংগীর বর্তমানে দায়িত্বে আছেন।

Keywords

Shatadol Club, Shatadol, Club, Ashkardighi, Jamalkhan, Sportingclub